internationalislamicopeninstitute.com

গবেষণা বিভাগ

ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের গবেষণা বিভাগ কাজ করছে ইসলামি জ্ঞানকে মানুষের জীবনের সঙ্গে বাস্তবভাবে যুক্ত করতে, সময়ের চ্যালেঞ্জগুলোকে বোঝে সেই আলোকে ইসলামী সমাধান খুঁজে বের করতে এবং এমন এক শিক্ষা পদ্ধতি গড়ে তুলতে, যা যুগের চাহিদা পূরণে সক্ষম। এই বিভাগ শুধু বই বা তথ্যের ভাণ্ডার নয় বরং এটি এমন একটি জ্ঞানচর্চার গবেষণাগার, যেখানে নতুন নতুন ভাবনা জন্ম নেয়, বিভিন্ন সমস্যার যথাযথ সমাধান বেরিয়ে আসে এবং ইসলামের আলোকে জীবনের পথ দেখায়। আলহামদুলিল্লাহ।

প্রধান কার্যক্রম সমূহ:
১. কোর্স উন্নয়ন ও পরিমার্জন:

আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষা কোর্স যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে এবং সত্যিকার অর্থে মানুষকে ইসলাম বুঝতে সাহায্য করে। এজন্য আমরা নিয়মিত আমাদের কোর্সগুলো পর্যালোচনা করি, প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় যুক্ত করি। আধুনিক শিক্ষায় শিক্ষিত ভাই-বোনদের জন্য সহজবোধ্য, গবেষণাভিত্তিক ইসলামি কোর্স তৈরি করি। আমাদের গবেষণার আলোকে তৈরি প্রতিটি ক্লাসের পেছনে থাকে চিন্তা ও দরদের ছাপ। ইসলামি শিক্ষাকে আধুনিকভাবে উপস্থাপন করতে আমরা অনলাইনভিত্তিক কোর্স চালু করেছি, যেন ঘরে বসেই মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ।

২. সমসাময়িক বিষয়ভিত্তিক ইসলামিক গবেষণা:

আমরা জানি, বর্তমান সময়ে মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। যেমন: পারিবারিক অশান্তি, নৈতিক অবক্ষয় সামাজিক সমস্যা, অর্থনৈতিক চাপ কিংবা চিন্তার দ্বন্দ্ব। এসব সমস্যার ইসলামি দৃষ্টিভঙ্গিতে সঠিক সমাধান তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা ইসলামী লেকচার, ভিডিও, অডিও ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে ইসলামি জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ইসলামি অর্থনীতি, ইসলামিক মিডিয়া, সামাজিক ন্যায়বিচারসহ নানা বিষয়ে গবেষণার মাধ্যমে আমরা মানুষের মনে দ্বীনের আলো ছড়িয়ে দিতে চাই।

৩. ইসলামী বই, প্রবন্ধ ও পাণ্ডুলিপি সম্পাদনা ও প্রকাশ:

আমরা চেষ্টা করছি এমন বই ও লেখা প্রকাশ করতে, যেগুলো মানুষকে সত্যিকার ইসলাম চিনতে সাহায্য করে। কুরআন, হাদীস, ফিকহ, ইসলামের ইতিহাস, বিশ্বাস ও আমলসংক্রান্ত বিষয়ে গভীরভাবে গবেষণা করে সুন্দর প্রকাশনা উপহার দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আলিম উলামা ও শিক্ষার্থীদের জন্য গবেষণার দিকনির্দেশনা ও সহায়তাও দিচ্ছি। সমাজে ছড়িয়ে থাকা ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে আমরা গবেষণাভিত্তিক বই ও প্রবন্ধ প্রকাশ করার পরিকল্পনা নিয়েছি, যাতে মানুষ সহজেই সত্যের আলো খুঁজে পায়।

৪. আলিম ও স্কলারদের জন্য রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম:

যারা ইসলামী জ্ঞান চর্চা করছেন, আলিম, শিক্ষার্থী বা গবেষক, তাদের দক্ষ করে তুলতে আমরা প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা রেখেছি। দেশ-বিদেশের আলেমদের নিয়ে আমরা গবেষণা কর্মশালা ও আলোচনা সভা আয়োজন করি। যারা থিসিস বা বড় কোনো প্রকল্প নিয়ে কাজ করছেন, তাদেরও আমরা সহায়তা করি। আমাদের লক্ষ্য হলো, এমনভাবে গবেষণা করা, যা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনে কাজে আসে এবং ইসলামের সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

শেষ কথা,

আমাদের স্বপ্ন—একটি আলোকিত সমাজ, যেখানে প্রতিটি মানুষ কুরআনের আলোয় আলোকিত হবে, ইসলাম হবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান। এই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি গবেষণা বিভাগের মাধ্যমে। আপনাদের দুআ, ভালোবাসা ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে। এই বিভাগ চলে সাধারণ দান ও সদকায়ে জারিয়ার উপর ভিত্তি করে। আপনি চাইলে একজন গবেষক তৈরিতে, একটি বই প্রকাশে বা ইসলামী জ্ঞানের প্রচারে অংশ নিয়ে চিরস্থায়ী সাওয়াবের অংশীদার হতে পারেন। তাই আসুন, দ্বীনের এই গুরুত্বপূর্ণ কাজে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাগুলো কবুল করুন। আমীন

Home
Account
Cart
Menu
×