internationalislamicopeninstitute.com

শিক্ষা বিভাগ

ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের শিক্ষা বিভাগে রয়েছে কুরআন-সুন্নাহ ভিত্তিক ধারাবাহিক পাঠ্যক্রমের স্তরভিত্তিক কাঠামো। যে কাঠামোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর স্তর। প্রতিটি স্তরে রয়েছে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পরিকল্পিত কোর্সসমূহ। যা প্রতিটি শিক্ষার্থীকে ধাপে ধাপে গবেষণামূলক ইসলামী জ্ঞানে অগ্রসর হতে সহায়তা করবে। ইনশাআল্লাহ।

১. প্রাথমিক স্তর

এই স্তর সকল বয়সের জেনারেল শিক্ষায় শিক্ষিতদের জন্য নির্ধারিত, এখানে কুরআন তিলাওয়াত, সালাত ও ইসলামী জীবনের মৌলিক বিষয়ে সঠিক ভিত্তি গড়ে তোলা হয়।

কোর্সসমূহ:

কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স:
একদম বেসিক থেকে পড়ানো হবে। আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ, মাখরজ ও তাজ‌উইদের নিয়ম শিখিয়ে কুরআন তিলাওয়াতে যোগ্যতা অর্জন করানো হয়।

কুরআন রিডিং (নাজেরা) কোর্স:

তাজ‌উইদের পরিপূর্ণ নিয়ম অনুযায়ী কুরআন তিলাওয়াত প্রাকটিস করানো হয় এবং নির্ভুল, সাবলীল ও বিশুদ্ধ তিলাওয়াতে যোগ্যতা অর্জন করানো হয়।

বেসিক হিফজুল কুরআন কোর্স:

নির্বাচিত সূরা সমূহ মুখস্থের মাধ্যমে হিফজের প্রাথমিক ভিত্তি তৈরি করা হয়।

সালাত ও কুরআন অনুধাবন কোর্স:

নামাজের নিয়ম, গুরুত্বপূর্ণ দুআ, তাসবীহ এবং সংক্ষিপ্ত সূরাগুলোর অর্থ ও ব্যাখ্যা শেখানো হয়।

২. মাধ্যমিক স্তর

এই স্তরে শিক্ষার্থীদের আরবি ভাষা ও ইসলামী বিশ্বাসের মৌলিক বিষয় গুলোতে দক্ষতা অর্জন করানো হয় এবং শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহকে সরাসরি বুঝতে শিখে।

কোর্সসমূহ:
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স:

আরবি পড়া, বোঝা ও মৌলিক বাক্যগঠন করা শেখানো হয়।

বেসিক অ্যারাবিক গ্রামার কোর্স (নাহু ও সরফ):

কুরআন ও হাদিস বোঝার জন্য প্রয়োজনীয় নাহু-সরফ শেখানো হয়।

বেসিক আকিদাহ ও দাওয়াহ কোর্স:

ইসলামী বিশ্বাসের ভিত্তি ও মানুষের মাঝে দ্বীনের দাওয়াত উপস্থাপনের কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

প্রোডাক্টিভ রমাদান কোর্স:

রমাদান মাসকে অধিক ইবাদত, আত্মশুদ্ধি ও আত্মগঠনের এক অনন্য সুযোগ হিসেবে কীভাবে গঠনমূলকভাবে কাজে লাগানো যায়—এই কোর্সে সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির ধারণা প্রদান করা হয়।

৩. উচ্চতর স্তর

এই স্তর প্রাপ্তবয়স্ক ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য। যারা একাডেমিক ভাবে ইসলামী জ্ঞানের গভীরে প্রবেশ করতে চান।

কোর্সসমূহ:
ডিপ্লোমা ইন কুরআন স্টাডিজ কোর্স:

পূর্ণ কুরআন সহজ অনুবাদ ও ব্যাখ্যা, উলূমুল কুরআন, তাফসির, ভাষাগত বিশ্লেষণ এবং আধুনিক প্রেক্ষাপটে কুরআনের প্রয়োগসহ বিস্তারিত শেখানো হয়।

ডিপ্লোমা ইন হাদিস স্টাডিজ কোর্স:

বিষয়ভিত্তিক ২ হাজার হাদিস পাঠদান, ব্যাখ্যা, বিশ্লেষণ, উলূমুল হাদীস ও জাল হাদিসের পরিচয়সহ হাদিস সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত শেখানো হয়।

ডিপ্লোমা ইন ফিকহ স্টাডিজ কোর্স:

ইসলামী আইন, ইবাদত, লেনদেন, সামাজিক ও পারিবারিক বিধান সম্পর্কে বিস্তারিত পাঠদান করা হয়।

ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স:

আকিদাহ, তাফসির, হাদীস, ফিকহ, সীরাহ ও ইসলামী দর্শনে সমন্বিত কোর্স। যা একাডেমিক ভাবে ইসলামী জ্ঞানের গভীরে প্রবেশ করাবে। ইনশাআল্লাহ।

এই স্তরভিত্তিক পাঠ্যক্রম একজন শিক্ষার্থীকে ইসলামের মূল ভিত্তি থেকে শুরু করে দাওয়াহ ও গবেষণার পর্যায় পর্যন্ত ধাপে ধাপে প্রস্তুত করে। আমাদের শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত আপনাদের জন্য উপযোগী যেকোনো একটি স্তর থাকবেই। আমাদের লক্ষ্য হলো—জ্ঞান, আমল ও আখলাকে গঠিত এক আলোকিত ইসলামিক প্রজন্ম তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টা গুলো কবুল করুন। আমীন।

Home
Account
Cart
Menu
×